মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের ৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে অনুষ্ঠিত
মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। ৭ম বাংলাদেশ মার্কেটিং ডে এর প্রতিপাদ্য বিষয় ছিল ‘মার্কেটিং ওয়েলবিং’। এ প্রতিপাদ্যই সারাদেশে দিবসটি পালিত হয়।
প্রায় ৭ বছর আগে প্রতিষ্ঠিত হয় মার্কেটার্স ইন্সটিটিউট বাংলাদেশ। বাংলাদেশের প্রায় ৫০ লাখেরও বেশি মানুষ মার্কেটিং পেশার সঙ্গে জড়িত এবং তাদের মুখপাত্র হিসেবে কাজ করে মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ নামক সংগঠনটি। প্রতি বছরের অক্টোবর মাসে এই দিবসটি উদযাপন করা হয়।
এর আগে ১৭ অক্টোবর দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে মার্কেটিং পেশায় কর্মরত কর্মীরা তাদের অফিসে কেক কাটার মাধ্যমে মার্কেটিং ডে উদযাপন করে। বাংলাদেশের প্রায় সব বড় বড় প্রতিষ্ঠানে এই দিবসকে ঘিরে নানা আয়োজন করা হয়। দিবসটিকে ঘিরে দিনব্যাপী বাংলাদেশের সেরা করপোরেট হাউজ; সারাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ছাত্র বা ছাত্রী, ব্যাংক কর্মকর্তা, মার্কেটিং এক্সিকিউটিভ ও সেলস পারসনদের নিয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। দিবসটিকে ঘিরে সব জায়গায় এক মিলনমেলায় পরিণত হয়।
এবারের আয়োজনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের এমডি এস কে বসির উদ্দিন; কনভেনর হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সায়েদ ফরহাদ আনোয়ার, শুভেচ্ছা বক্তব্য দেন মার্কেটার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের সদস্য সচিব ড. মো শরীফুল ইসলাম দুলু, সহসভাপতি সৈয়দ আলমগীর প্রমুখ।
আকিজ বশির গ্রুপের এমডি এসকে বসির উদ্দিন বলেন, আমাদের প্রতিশ্রুতি আমাদের আদর্শে প্রতিফলিত হয়। আমরা ক্রমাগত আমাদের গ্রাহক, সম্প্রদায় এবং পরিবেশের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। নতুন সব উদ্ভাবনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার জন্য কাজ করে যাওয়া উচিত। এই মার্কেটিং দিবসে, আসুন আমরা সুস্থতার মূলনীতিগুলিকে গ্রহণ করি।