ন্যাশনাল ফাইন্যান্সের পরিচালক হলেন রিদওয়ান জহির ও শামসুল কবির
দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পরিষদের পরিচালক হয়েছেন রিদওয়ান জহির খান ও আবু শামসুল কবির। সম্প্রতি ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পরিষদের সভায় তাদের পরিচালক নির্বাচিত করা হয়।
রিদওয়ান জহির খান ২০১৫ সাল থেকে অনন্ত কোম্পানিজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে তিনি মার্কেটিং ও ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি কানাডার ভিক্টোরিয়া রয়্যাল রোডস ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ম্যানেজমেন্ট এবং সাপ্লাই চেইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি এবং টরন্টো, কানাডার সেনেকা কলেজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।
অপরদিকে আবু সামসুল কবির একজন অভিজ্ঞ উদ্যোক্তা এবং সাপ্লাই চেইন বিশেষজ্ঞ। তিনি বাজার সম্প্রসারণ, আয় বৃদ্ধির নেতৃত্ব এবং কমিউনিটি উন্নয়নে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে চলেছেন। আবু সামসুল কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকায় বিড়কো ওয়ার্ল্ড এবং সরুপান প্রোপার্টিজের প্রতিষ্ঠাতা। উভয়েই প্রতিষ্ঠানটিতে তাদের অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলী নিয়ে এগিয়ে চলেছেন।
একই সঙ্গে প্রতিষ্ঠানটি ফাহিমা মান্নানকে চেয়ারম্যান এবং আরিফ কবিরকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে। তাঁরা ২০১৬ সাল থেকে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের পরিচালক হিসেবে রয়েছেন।