আজ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর
দেশের বাজারে দুই দফায় বাড়ার পর গত রোববার (১৫ ডিসেম্বর) কমেছিল স্বর্ণের দাম। সেখান থেকে গত বুধবার স্বর্ণের দাম আবার বেড়েছিল। এরপর গতকাল সোমবার ফের স্বর্ণের দাম কমার ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী বাজারে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) এক হাজার ২৪৮ টাকা কমে বেচাকেনা হবে। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়াল এক লাখ ৩৯ হাজার ৩৮৮ টাকা।
সোমবার বাজুসের স্ট্যাডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়, যা মঙ্গলবার থেকে এই দর কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে সোমবার ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৪০ হাজার ৫৮৬ টাকা বেচাকেনা হয়েছে। যা মঙ্গলবার থেকে ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৩৯ হাজার ৩৮৮ টাকা বেচাকেনা হবে।
আজ থেকে ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ৩৩ হাজার পাঁচ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ১৪ হাজার চার টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯৩ হাজার ৬০৪ টাকায় বেচাকেনা করা হবে।