উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ হয়নি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/22/hsc-1.jpg)
এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার ফাইল ছবি
উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়নি। কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।
আজ সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এই কথা বলা হয়।
এতে আরো বলা হয়, ‘আগামী ১৫ জুলাই থেকে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে মর্মে সময়সূচি তৈরি করে কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে, তা সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন।
করোনা ভাইরাসের এ সংকটকালে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। পরীক্ষা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে তা বোর্ডেও ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ ধরনের পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ আন্ত শিক্ষাবোর্ড সমন্বয় সাব কমিটি সবাইকে অনুরোধ জানিয়েছে।