এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে সরকার। আজ রোববার বিকেলে বিভিন্ন বোর্ডের পক্ষ থেকে সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়।
নতুন সময়সূচি অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি, সোমবার পরীক্ষা শুরু হচ্ছে। এর আগের সময়সূচি অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করায় এসএসসি ও সমমানের পরীক্ষারও সময়সূচিতে পরিবর্তন আনা হয়। গতকাল শনিবার নির্বাচন কমিশনের অনুরোধে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার সময়সূচি পরিবর্তনের কথা জানায়।
এর আগে, গত বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, গত বছর সারা দেশে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩। সে তুলনায় এবার ৮৭ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থী কমে গেছে। এবার সারা দেশে তিন হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২৮ হাজার ৮৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
লিখিত বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। তার মধ্যে ১০ লাখ ২২ হাজার ৩৩৬ জন ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী।
গত বছরের তুলনায় এবার শিক্ষাপ্রতিষ্ঠান ২০২টি ও কেন্দ্র ১৫টি বৃদ্ধি পেয়েছে। এবার নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ ও অনিয়মিত তিন লাখ ৬১ হাজার ৩২৫, বিশেষ পরীক্ষার্থীর সংখ্যা (এক থেকে চার বিষয়ে ফেল) দুই লাখ ৮২ হাজার ৫৯৪ এবং বিদেশি আটটি কেন্দ্রে মোট ৩৪২ জন এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।