কুবিতে ভর্তি পরীক্ষায় অনুপস্থিত, তবু মেধাতালিকায়
ভর্তি পরীক্ষায় উপস্থিত না থেকেও মেধাতালিকায় ১২তম স্থানে নাম এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষার্থীর। ২০১৯-২০ স্নাতক শিক্ষাবর্ষের এক পরীক্ষার্থীকে নিয়ে এমন তথ্য পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, ভর্তি পরীক্ষার্থীর নাম মো. সাজ্জাতুল ইসলাম। তার রোল নাম্বার ২০৬০৫০। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের আবেদনকারী হিসেবে দেখা গেছে তাকে। কিন্তু ভর্তি পরীক্ষার উপস্থিতির তালিকায় তার স্বাক্ষর ছিল না।
অনুপস্থিত থেকে মেধা তালিকায় শিক্ষার্থীর নাম আসার ব্যাপারে জানতে চাইলে ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষার আহ্বায়ক ড. মাসুদা কামাল এ ব্যাপারে ফোনে কথা বলতে রাজি হননি।
‘বি’ ভর্তি পরীক্ষার সদস্য সচিব ড. শামিমুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে সদুত্তর দিতে পারেননি।