গভীর রাতে ঢাবির হলে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে গান গাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে তৃতীয় বর্ষের রাহী ও জিলানীসহ কয়েকজন হলের ছাদে ওঠেন। এসময় ছাদের একপাশে সায়েম, ফরিদ ও জাহিদ শাকিলসহ কয়েকজন অবস্থান করছিলেন। একপর্যায়ে উভয় পক্ষই উচ্চস্বরে গান গাইতে শুরু করেন। এসময় রাহীকে মারধরের ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে রাহী ও তাঁর বন্ধুরা নিচে নেমে যেতে থাকলে ফরিদ আবার রাহীকে লাঠি দিয়ে আঘাত করেন।
এদিকে, রাহীকে মারধরের খবর পেয়ে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। এখবরে হল সভাপতির গ্রুপের লোকজনও সেখানে উপস্থিত হয়। পরে তাঁরা দফায় দফায় হাতাহাতি শুরু করেন। এতে বেশ কয়েকজন আহত হন বলে জানা যায়।
দুই পক্ষের হাতাহাতির একপর্যায়ে হল ছাত্রলীগ সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক রুবেল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে সভাপতি কামাল উদ্দিন রানার কাছে জানতে চাইলে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘হলের ছাদে জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে উচ্চস্বরে গান গাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়েছে। এসময় আমরা হল সংসদে ছিলাম। ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমি আর সাধারণ সম্পাদক গিয়ে তাদের থামিয়ে দিয়েছি।’
সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, ‘জুনিয়রদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, আমরা তার সমাধান করে দিয়েছি।’
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ড. মো. আব্দুর রহিম এনটিভি অনলাইনকে বলেন, ‘রাতে শিক্ষার্থীদের দুই পক্ষের উত্তেজনার ব্যাপারে আমি শুনেছি। ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’