জবিতে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে নির্দিষ্ট ফরম পূরণ করে শিক্ষার্থীদের স্নাতকোত্তরে ভর্তি হবে। ভর্তি ফরম স্ব স্ব বিভাগ থেকে সংগ্রহ করতে হবে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতকোত্তরে ভর্তির ফরম স্ব-স্ব বিভাগ থেকে সংগ্রহ করতে হবে। ফরমের সঙ্গে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, এসএসসি, এইচএসসি ও স্নাতক (সম্মান) পাসের মার্কশিট/সার্টিফিকেট এবং প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি এবং মাস্টার্সে ভর্তি ফি জমা বাবদ শিউর ক্যাশ প্রদত্ত Transaction Confirmation sms-এর তথ্য পেমেন্ট স্লিপের প্রিন্ট কপি শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগীয় শিক্ষক কর্তৃক নীরিক্ষা করিয়ে বিভাগীয় চেয়ারম্যানের স্বাক্ষরসহ সংশ্লিষ্ট বিভাগে জমা দিবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ফরমসমূহ একটি তালিকা করে সংশ্লিষ্ট বিভাগ পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় পাঠাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুনরায় ভর্তির ক্ষেত্রেও ফরম নিজ নিজ বিভাগ থেকে সংগ্রহ করতে হবে। ফরমের পাশাপাশি সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মাস্টার্সে পুনরায় ভর্তির ফি জমা বাবদ শিউর ক্যাশ প্রদত্ত Transaction Confirmation sms-এর তথ্য পেমেন্ট স্লিপের প্রিন্ট কপি এবং সর্বশেষ পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগীয় শিক্ষক কর্তৃক নীরিক্ষা করিয়ে বিভাগীয় চেয়ারম্যানের স্বাক্ষরসহ সংশ্লিষ্ট বিভাগে জমা দিবে।
এক্ষেত্রে ভর্তি ফি ও বিভাগ কর্তৃক আদায়যোগ্য ফি একত্রে (এম.এ/এম.এস.এস/এম.বি.এ ৪০৫০ টাকা এবং এম.এসসির ৪৮৫০ টাকা নির্ধারিত হয়েছে। পুনরায় ভর্তির ক্ষেত্রে পুনরায় ভর্তির ফি শিউর ক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।