জাবির ভর্তি পরীক্ষা শুরু ৬ জুন, মে মাসে আবেদন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৬ জুন শুরু হবে। মে মাসে শুরু হবে আবেদন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এ তথ্য জানান।
উপাচার্য জানান, বুধবার উপাচার্য পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৬ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। ২০ জুনের মধ্যেই সব ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হবে। এ ছাড়া ভর্তি পরীক্ষা শুরুর একমাস আগে অর্থাৎ মে মাস থেকে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হবে।
পরীক্ষা পদ্ধতি নিয়ে জানতে চাইলে ফারজানা ইসলাম বলেন, এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অনলাইন ও অফলাইন দুই প্রক্রিয়ায় পরীক্ষা হতে পারে। তবে পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে সশরীরে ভর্তি পরীক্ষা গ্রহণের ইচ্ছা আছে।