জেএসসি ও জেডিসির মঙ্গলবারের পরীক্ষা ১৪ ও ১৫ নভেম্বর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/10/02-11-2019_18-06-24_-_02-11-19_star_mail_photo_34.jpg)
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামী ১২ নভেম্বরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ১২ নভেম্বরের জেএসসি গণিত পরীক্ষা হবে ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায়। আর জেডিসি বিজ্ঞান পরীক্ষাটি হবে ১৫ নভেম্বর শুক্রবার সকাল ৯টায়।
এ নিয়ে চলতি বছর তিন দিনের জেএসসি-জেডিসি পরীক্ষা পেছানো হলো।
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে গতকাল শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষাও পেছানো হয়। শনিবারের জেএসসি গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল ১২ নভেম্বর মঙ্গলবার। সেটি আজ আবার পিছিয়ে ১৪ নভেম্বর বৃহস্পতিবার করা হয়েছে। সকাল ১০টা থেকে সেই পরীক্ষা হবে। আর শনিবারের জেডিসি গণিত পরীক্ষা হবে ১৪ নভেম্বর বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে।
একই কারণে আগামীকাল ১১ নভেম্বর সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা পেছানো হয়। ১১ নভেম্বরের জেএসসি বিজ্ঞান পরীক্ষাটি হবে ১৩ নভেম্বর বুধবার, সকাল ১০টা থেকে। আর জেডিসি ইংরেজি পরীক্ষাটি হবে ১৬ নভেম্বর শনিবার, সকাল ১০টা থেকে।
গত ২ নভেম্বর থেকে সারা দেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2019/11/10/jsc.jpg 687w)