ঢাবি ক্যাম্পাসে ফাইনাল ম্যাচের উন্মাদনা
কাতার ফুটবল বিশ্বকাপে ফ্রান্স বনাম আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ বড়পর্দায় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজার হাজার মানুষের আগমনে উন্মাদনার ঝড় বইছে। আজ রোববার কাতারে অনুষ্ঠিত ফুটবল ম্যাচ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়ার আগে এ জনস্রোত ও উন্মাদনা তৈরি হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসির পায়রা চত্বর, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর ও বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে নগদের অর্থায়নে বড় পর্দায় দেখানো হচ্ছে এবারের বিশ্বকাপ খেলা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার হাজার হাজার লোক মনের আনন্দে খেলা দেখছে। খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের পুরো ক্যাম্পাসে বাঁশি ও ঢাক-ঢোল বাজিয়ে মিছিল করতে দেখা যায়। এ সময় বড় পর্দায় খেলা দেখানোর ভেন্যুগুলোর আশপাশ কানায় কানায় ভরে যায়।
খেলা দেখতে এসে মাহমুদুল ইসলাম রাফিদ নামে একজন আর্জেন্টিনা সমর্থক বলেন, ‘আমরা আজ জিতব এবং কাপ নেব। আর আমরা বিশ্বাস করি, আমাদের মেসির পারফরমেন্সে ফ্রান্স কাবু হয়ে যাবে এবং তার শেষ বিশ্বকাপ সফলতা দিয়েই শেষ হবে। আমরা চাই, আর্জেন্টিনা ফ্রান্সকে এক হালি গোল দিক।’
রায়হান চৌধুরী নামে আরেক আর্জেন্টিনা সমর্থক বলেন, ‘অবশ্যই আজ আর্জেন্টিনা জিতবে। আমার আজকের প্রেডিকশন আর্জেন্টিনা ২ ও ফ্রান্স ১।’
জাহিদ হাসান নামের এক ফ্রান্স সমর্থক বলেন, ‘ফ্রান্স আজ আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাবে বলে প্রত্যাশা করছি। প্রিয় দলের জন্য শুভকামনা।’