পিইসিতে পাসের হার ৯৫.৫ শতাংশ, ৩ লক্ষাধিক জিপিএ ৫
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে তিন লাখ ২৬ হাজার ৮৮ জন। আর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৯৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন।
আজ মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের এই তথ্য তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ দিন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলও প্রকাশ করা হয়।
এবার প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয় ১৭ নভেম্বর থেকে। মোট ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন শিক্ষার্থী অংশ নেয়।
পাসের হার বিবেচনায় ছাত্রদের তুলনায় সামান্য এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবার ৯৫ দশমিক ৩৭ শতাংশ ছাত্র পাস করে আর ছাত্রী পাস করে ৯৫ দশমিক ৬১ শতাংশ।
আট বিভাগের মধ্যে জেএসসি জেডিসির মতো পিইসিতেও এগিয়ে রয়েছে বরিশাল। সেখানে ৯৬ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
জেলা হিসেবে পিইসির ফলাফলে শীর্ষে রয়েছে গাজীপুর। জেলার ৯৯ দশমিক ১৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।