‘ভিসি পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে’

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে গতকাল সোমবার সন্ধ্যা থেকে তাঁর বাসভবন অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
অন্যদিকে, আন্দোলনকারীদের সামনে অবস্থান নিয়েছেন উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এদিকে, যেকোনো ধরনের সহিংসতা এড়াতে উপাচার্যের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে উপাচার্যের বাসভবন অবরুদ্ধ করে রাখে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ বিষয়ে আন্দোলনের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘আমরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছি। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এই অবরোধ চলবে।’
রায়হান রাইন আরো বলেন, ‘এরই মধ্যে কোনো আন্দোলনে আমরা আজকের মতো অবস্থান দেখিনি। আমরা লক্ষ করেছি, দুর্নীতিবাজ উপাচার্য যে শুধু শিক্ষকদের ব্যবহার করছেন তাই নয়, নিজের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদেরও ব্যবহার করছেন। এর মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছেন।’
এদিকে টানা দশম দিনের মতো জাবির প্রশাসনিক ভবন অবরোধ ও সর্বাত্মক ধর্মঘট চলছে। এর ফলে কর্মকর্তা ও কর্মচারীরা অফিসকক্ষে প্রবেশ করতে পারেননি। বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষাসহ সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম।