রাতভর র্যাগিংয়ের শিকার রাবির শিক্ষার্থী মেডিকেলে ভর্তি
রাতভর র্যাগিংয়ের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের সামি এম সাজিদ নামের এক শিক্ষার্থী। ওই বিভাগেরই কিছু সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে সাজিদকে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীর বন্ধুরা।
সামি এম সাজিদ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র।
যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের মধ্যে নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুদ, মাস্টার্সের শিক্ষার্থী তপু, রুবেলসহ আরও ১০ থেকে ১২ জন শিক্ষার্থী রয়েছেন।
ভুক্তভোগীর বন্ধু ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে জোহা হলের ছাদে সাজিদকে ডাকা হয়। সেখানে নাট্যকলা বিভাগ ও অন্য বিভাগের কয়েকজন সিনিয়র মিলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। পরে ভোর ৪টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়৷ পরবর্তী ভুক্তভোগীর অবস্থা বেশি খারাপ হলে আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর একাধিক বন্ধু জানান, সাজিদের প্রতি বিভাগের বড় ভাইয়েরা ঈর্ষাকাতর হয়ে এ ঘটনা ঘটিয়েছেন।
র্যাগিংয়ের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘গত রাতে জোহা হলের ছাদে বিভাগের বড়ভাই ও প্রথম বর্ষের বিভিন্ন বিভাগের কয়েকজন ছিলেন। সাজিদকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি।’
নাট্যকলা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুজ্জামান বলেন, ‘আমি যতটুকু শুনেছি বিভাগের বেশ কিছু সিনিয়র শিক্ষার্থী সাজিদকে রাতভর শারীরিক নির্যাতন করেছে। মানিসকভাবেও তাকে বেশ হ্যারেজ করা হয়েছে। তবে যারা করেছে তাদের সবার নাম আমাদের এখনও হাতে আসেনি। বিষয়টি পুরোপুরি জানার পর আমরা ব্যবস্থা গ্রহণ করব।’
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এ ঘটনার তদারকি করছে। বিয়ষটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’