রাবিতে ভর্তি পরীক্ষায় প্রথম, জালিয়াতি সন্দেহে ভর্তি স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের অ-বিজ্ঞান শাখার মানবিকে ভর্তি পরীক্ষার ফলাফল বের হয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেন এক শিক্ষার্থী। কিন্তু জালিয়াতি সন্দেহে ওই শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ শুক্রবার বিকেলে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চিফ কো-অর্ডিনেটর ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. একরামুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. হাসিবুর রহমান নামের ওই শিক্ষার্থী নিজের ‘এ’ ইউনিটে পেয়েছেন মাত্র ২০ নম্বর। অথচ ‘সি’ ইউনিটের অ-বিজ্ঞান শাখায় মানবিক থেকে পরীক্ষায় অংশ নিয়ে পেয়েছেন ৮০ (এমসিকিউতে ৬০ এর মধ্যে ৫৪ ও লিখিত পরীক্ষায় ৪০ এর মধ্যে ২৬)। ফলাফলের এই অসঙ্গতি ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টদের নজরে আসায় তাঁকে গত ২৫ নভেম্বর জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরের দিন সকালে হাসিবকে পুনরায় আসতে বলা হয়। কিন্তু পরদিন হাসিব আসেননি।
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চিফ কো-অর্ডিনেটর ও প্রকৌশল অনুষদের ডিন একরামুল হামিদ বলেন, “হাসিব ‘এ’ ইউনিটে মাত্র ২০ নম্বর পেয়েছে। কিন্তু ‘সি’ ইউনিটে সে সর্বোচ্চ নম্বর ৮০ পেয়েছে। এ তথ্যটি জানার পর সন্দেহ থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁকে ঠাণ্ডা মাথায় সবকিছু চিন্তা করে পরদিন সকালে এসে আসল তথ্য দিতে বলা হয়। কিন্তু দুদিন পার হয়ে গেলেও সে আসেনি। তাঁর ফোন নম্বরও বন্ধ।”
একরামুল হামিদ আরো বলেন, “সেদিন তাঁর হাতের লেখা পরীক্ষা করা হয়েছে। তাঁর হাতের লেখাও সন্দেহজনক মনে হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করেছিলাম, তাতে সে খুব বেশি উত্তর দিতে পারেনি। একটু গরমিল মনে হয়েছে। পরে তাঁর ‘এ’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষার দুটি খাতাও দেখা হয়েছে। সেখানেও তাঁর হাতের লেখায় গড়মিল দেখা গেছে। সবমিলিয়ে জালিয়াতির সন্দেহে তাঁর ভর্তি কার্যক্রম স্থগিত করেছি।”