রাবির সান্ধ্যকোর্সের যৌক্তিকতা যাচাইয়ে কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সান্ধ্যকোর্সের যৌক্তিকতা যাচাইয়ে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে আহ্বায়ক করে ১১ সদস্যের কমিটি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী বলেন, ‘১১ সদস্যের কমিটিতে বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) দুজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। এ কমিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসির) নির্দেশনা, রাষ্ট্রপতির সাম্প্রতিক সময়ের বক্তব্য সবকিছু বিবেচনায় রেখে সান্ধ্যকোর্সের বিষয়ে সুপারিশ করবে। তাদের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সান্ধ্যকোর্স বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
তবে কবে নাগাদ অনুসন্ধান কমিটি সুপারিশ করবেন সেটি জানাতে পারেননি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।
সম্প্রতি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে সান্ধ্যকোর্সের সমালোচনা করেন। পরে গত ১১ ডিসেম্বর ইউজিসির পক্ষ থেকে সান্ধ্যকোর্স বন্ধসহ ১৩ দফা নির্দেশনা দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে রাবি প্রশাসন সান্ধ্যকোর্সের যৌক্তিকতা যাচাই কমিটি গঠন করেছে।