রিসার্চ পোস্টার প্রেজেন্টেশনে সেরা ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গবেষণা ও প্রকাশনা মেলায় উপস্থাপিত রিসার্চ পোস্টার প্রেজেন্টেশনে সামাজিক বিজ্ঞান অনুষদে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত মেলার সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ। এতে উন্নয়ন অধ্যয়ন বিভাগ দ্বিতীয় এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ তৃতীয় হয়েছে।
জানা যায়, সামাজিক বিজ্ঞান অনুষদের মোট ১৬টি বিভাগ বিভিন্ন গবেষণার ওপর পৃথক পৃথক পোস্টার প্রদর্শন করে। এতে সম্প্রতি করা বিভিন্ন গবেষণার ওপর শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের স্টলে ছয়টি পোস্টার প্রদর্শন করা হয়।
পুরস্কার নিয়ে অনুভূতি জানান বিভাগের চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এটা আমাদের বিভাগের জন্য অনেক বড় পাওয়া। এজন্য আমরা শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ খুবই আনন্দিত ও গর্বিত। আমাদের বিভাগ ভবিষ্যতে সামাজিক বিজ্ঞান সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আরও অনেক বেশি গবেষণা পরিচালনা করবে বলে আশা রাখি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে একাডেমিয়া ইন্ডাস্ট্রি সম্পর্ক স্থাপন এবং প্রকাশনা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে দুদিনব্যাপী এই গবেষণা ও প্রকাশনা মেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, গবেষণা সেন্টারের উদ্ভাবন, গবেষণা ও প্রকাশনাসমূহ তুলে ধরে।
মেলার সমাপনী দিনে আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষ্যে কবিতা, রচনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং শতবর্ষ উপলক্ষ্যে প্রকাশিত প্রত্যেক জার্নালের বিশেষ সংখ্যার শ্রেষ্ঠ আর্টিকেল লেখককে সনদ, ক্রেস্ট ও প্রাইজ মানি দেওয়া হয়।