হাবিপ্রবির নতুন উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এদিকে, নবনিযুক্ত উপাচার্য ড. এম কামরুজ্জামানকে অভিনন্দন জানিয়েছে হাবিপ্রবির শিক্ষকদের একাংশের সংগঠন প্রগতিশীল শিক্ষক ফোরাম। বুধবার বিকেলে প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায় ও সাধারণ সম্পাদক ড. এসএম হারুন-উর-রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানানো হয়।
হাবিপ্রবির সপ্তম উপাচার্য হিসেবে ৩০ জুন যোগদান করেছেন শিক্ষাবিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এম. কামরুজ্জামান।