সেরা ২০
কুমিল্লা বোর্ডে শীর্ষে জিলা স্কুল
এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে শীর্ষে আছে কুমিল্লা জিলা স্কুল। এ বছর জিলা স্কুলের৪০১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এ বিদ্যালয়ে পাসের হার শতভাগ।৩৫৩ জন জিপিএ ৫পেয়েছে।
urgentPhoto
আজ শনিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে,কুমিল্লা বোর্ডে পাসের হার৮৪দশমিক ২২ শতাংশ।গত বছর এই পাসের হার ছিল ৮৯ দশমিক ৯২। এ বছর বোর্ডেএক লাখ ৪৫ হাজার ৭৬৮ জনএসএসসিপরীক্ষায়অংশ নেয়। পরীক্ষায় পাস করেছেএক লাখ২২ হাজার৭৬৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০হাজার ১৯৫ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে সেরা ২০টি স্কুলের মধ্যে ১১টি স্কুলই কুমিল্লা জেলার। তালিকায় দ্বিতীয় স্থানে আছেকুমিল্লার নওয়াব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবছর ওই বিদ্যালয়ের৩০৬জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে২৭১ জন।
কুমিল্লা বোর্ডে শীর্ষ ২০টি বিদ্যালয়ের মধ্যে যথাক্রমে আছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা মডার্ন হাই স্কুল, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লার ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুল, কুমিল্লার ইবনে তাইয়েমা স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, ফেনী সরকারিপাইলট উচ্চ বিদ্যালয়, কুমিল্লা শিক্ষাবোর্ডমডেল কলেজ, চাঁদপুর মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া আনন্দমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, কুমিল্লা সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর আল আমীন একাডেমি, নোয়াখালী জিলা স্কুল, লাকসাম পাইলটহাই স্কুল ওকুমিল্লা ক্যান্টনমেন্ট হাই স্কুল।