সেরা ২০
সিলেটে শীর্ষে ক্যাডেট কলেজ
মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এবার সিলেট বোর্ডে শীর্ষস্থান দখল করেছে সিলেট ক্যাডেট কলেজ। পরীক্ষায় অংশ নেওয়া ৫৪ জন শিক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ ৫ পেয়েছে। ১৪২ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। স্কুলটি থেকে পরীক্ষায় অংশ নেয় ১৮৬ জন শিক্ষার্থী। আর সিলেট নগরের ব্লু বার্ড হাইস্কুলের ২৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ১৫৩ জন। ফলাফলে বোর্ডে প্রতিষ্ঠানটি তৃতীয় অবস্থানে।
urgentPhoto সিলেট বোর্ডে শীর্ষ ২০ এ থাকা অপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ক্রম অনুসারে দেওয়া হলো।
চতুর্থ সিলেট নগরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, পঞ্চম সিলেট নগরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ষষ্ঠ মৌলভীবাজারের শমসেরনগরের বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, সপ্তম সিলেট নগরের স্কলারসহোম, অষ্টম হবিবগঞ্জের নবীগঞ্জ উপেজেলার হোমল্যান্ড আইডিয়াল স্কুল, নবম হবিগেঞ্জের সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ১০ম হবিগঞ্জের বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১১তম সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ১২তম মৌলভীবাজারের দ্য ফ্লাওয়ার্স কে জি অ্যান্ড হাই স্কুল, ১৩তম সিলেটের আল আমিন জামিয়া ইসলামিয়া হাই স্কুল, ১৪তম সিলেটের দ্য বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ১৫তম সিলেট নগরের শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, ১৬তম মৌলভীবাজারের রুকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, ১৭তম হবিগঞ্জের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হাইস্কুল, ১৮তম সিলেটের বাংলাদেশ ব্যাংক স্কুল, ১৯তম মৌলভিবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ২০তম সুনামগঞ্জের সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয় সিলেট বোর্ডে পাসের হার ৮১.৮২। দেশের আটটি বোর্ডে এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮৭.০৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে এক লাখ ১১ হাজার ৯০১ জন।