কারিগরিতে সেরা ২০
শীর্ষে রাজশাহী ইউসেপ
ইউসেপ-রাজশাহী টেকনিক্যাল স্কুল এবারের মাধ্যমিক (এসএসসি-ভোকেশনাল) পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে দেশসেরা হয়েছে। এ বছর পবা উপজেলার এ স্কুল থেকে ৬০ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। শতভাগ পাসের পাশাপাশি এ স্কুল থেকে জিপিএ ৫ পেয়েছে ৫৯ জন। তাদের মোট পয়েন্ট ৯০ দশমিক ৪৯।
আজ শনিবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা গেছে, এ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক শূন্য ১। এ বছর কারিগরি শিক্ষা বোর্ড থেকে মোট এক লাখ ১০ হাজার ২৮৯ জন পরীক্ষার্থী অংশ নেন। পাস করেছে ৯১ হাজার ৫৪৭ জন।
দ্বিতীয় স্থানে রয়েছে ইউসেপ-ঢাকা টেকনিক্যাল স্কুল। রাজধানীর মিরপুরের এ স্কুল থেকে এ বছর ৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। সবাই জিপিএ ৫ পেয়েছে। তাদের পয়েন্ট ৯০ দশমিক শূন্য ১।
কারিগরি বোর্ডে সেরা ২০টি স্কুলের তালিকায় রয়েছে যথাক্রমে খুলনার খালিশপুরের ইউসেপ-মহসিন টেকনিক্যাল স্কুল, বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁওয়ের এ কে খান ইউসেপ টেকনিক্যাল স্কুল, ইউসেপ-হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল, রাজধানীর ডেমরার বাওয়ানি হাই স্কুল, নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন হাই স্কুল, টাঙ্গাইলের গোপালপুরের সুতি ভি এম পাইলট হাই স্কুল, একই জেলার ঘাটাইল গানা পাইলট হাই স্কুল, সাভারের সোসাইটি অব সোশ্যাল রিফর্ম হাই স্কুল, মাদারীপুরের রাজৈর গার্লস হাই স্কুল, কুমিল্লার বুড়িচংয়ের ফজলুর রহমান মোমোরিয়াল কলেজ অব টেকনোলজি, পাবনার সুজানগর পাইলট হাই স্কুল, রাজবাড়ীর পাংশা জর্জ পাইলট হাই স্কুল, বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়িয়ার জি ইউ মাল্টিলেটারাল হাই স্কুল, টাঙ্গাইলের গোপালপুরের দুবাইল আইডিয়াল পাবলিক হাই স্কুল, রাজশাহী মহানগরীর রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজ, গাজীপুরের টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন, জয়পুরহাটের কালাইয়ের মুসলিমগঞ্জ হাই স্কুল এবং পাবনার চাটমোহর আরসিএন অ্যান্ড বিএসএন হাই স্কুল।