রাবিতে নতুন ১২টি বিভাগ চালুর উদ্যোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন ১২টি বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চারুকলা নামে পৃথক একটি অনুষদ খোলার অনুমোদ্নও দিয়েছে প্রতিষ্ঠানটিকে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ২১তম সিনেট অধিবেশনে এসব তথ্য উঠে এসেছে। রাবির বিজ্ঞান কারিগরি কারখানার উপদেষ্টা পরিষদের সভায় চারটি ট্রেড কোর্স চালু করার সুপারিশের বিষয়টিও সিনেট অধিবেশনে আলোচনা হয়েছে।
নতুন যে ১২টি বিভাগ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো হলো— অণুজীববিদ্যা, চিকিৎসা মনোবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, উদ্যানবিদ্যা, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান প্রযুক্তি, ব্যবসা ও বাণিজ্য আইন, আইন ও ভূমি প্রশাসন, আন্তর্জাতিক ও তুলনামূলক আইন, ব্যক্তি আইন ও সমাজ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা।
সিনেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘বিভাগগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিছু অনুমোদন দিয়েছে, কিছু দেয়নি। বাকিগুলো দিলেই আমরা ভর্তি প্রক্রিয়া শুরু করব। তবে কয়েকটি বিভাগের ভর্তি কার্যক্রম ২০১৫-১৬ শিক্ষাবর্ষে হতে পারে। এদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগ চালুর অনুমোদন দিয়েছে।’
উপাচার্য বলেন, ‘এসব নতুন বিভাগ-কোর্স-অনুষদ চালু করার মাধ্যমে দ্রুত সম্প্রসারণশীল একাডেমিক ও কর্মসংস্থান প্রতিযোগিতার চ্যালেঞ্জ রাবি গ্রহণ করতে পারবে। এখানকার শিক্ষার্থীরা আরো কার্যকরভাবে সমাজ ও দেশের উপকারে নিজেদের নিয়োজিত করার সুযোগ পাবে।’ তিনি বলেন, ‘কয়েকটি বিভাগের ভর্তি কার্যক্রম ২০১৫-১৬ শিক্ষাবর্ষে হতে পারে।’
নতুন বিভাগ খোলার ব্যাপারে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, ‘বিভাগগুলো অনেক দিন আগেই খোলার কথা। আলতাফ স্যার যখন উপাচার্য ছিলেন, তখনই এসব বিভাগ খোলার কথা ছিল। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে খোলার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। তবে নতুন বিভাগুলো না হলেও পুরাতন যে কয়েকটা বিভাগ (নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি, চিকিৎসা মনোবিজ্ঞান) আছে, সেগুলো হয়তো সামনে চালু করা সম্ভব হবে।’
চারুকলা নামে পৃথক একটি অনুষদ চালুর ব্যাপারে বিভাগের সভাপতি অধ্যাপক আবদুল মতিন তালুকদার বলেন, ‘চারুকলাকে পৃথক অনুষদ করার বিষয়টি মঞ্জুরি কমিশন অনুমোদন দিয়েছে।’
চলতি বছরে রাবির বিজ্ঞান কারিগরি কারখানার উপদেষ্টা পরিষদের সভায় যে চারটি ট্রেড কোর্স চালু করার সুপারিশ করা হয়েছে, সেগুলো হলো—ওয়েল্ডিং, এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস এবং কম্পিউটার ট্রাবলশুটিং।
জানতে চাইলে বিজ্ঞান কারিগরি কারখানার প্রশাসক অধ্যাপক সৈয়দ এম এ ছালাম বলেন, ‘কারিগরি কারখানার উপদেষ্টা পরিষদের সভায় ৩৬ মাসের স্বল্পমেয়াদি কোর্স চালুর সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ওয়েল্ডিংয়ের মতো যে ছোটখাটো কাজ করতে হয়, তা করার জন্য মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে। কোর্সগুলো অনুমোদনের জন্য এখনো মঞ্জুরি কমিশনে পাঠানো হয়নি। অনুমোদন পেলেই আমরা কাজ শুরু করে দেব।’