রাবির তথ্য মিলবে অ্যাপ-এ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আধিকারিক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর ফোন নম্বর ও ইমেইল আইডিসহ একটি অ্যাপ তৈরি করা হয়েছে। স্মার্টফোনে ব্যবহারযোগ্য এই অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্টদের ফোন, এসএমএস ও ইমেইল করা যাবে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অ্যাপের উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, বর্তমান সরকার কাজকর্মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে তারই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ডিজিটালাইজেশন ও অটোমেশন শুরু হয়েছে।
উপাচার্য আরো বলেন, এরই মধ্যে ভর্তি প্রক্রিয়া, গ্রন্থাগারে বই লেনদেন, হল ব্যবস্থাপনা, চিকিৎসাসেবা ইত্যাদিতে স্মার্ট আইডি কার্ডনির্ভর পরিষেবা চালু হয়েছে। এই অ্যাপ সে প্রক্রিয়াকে আরো একধাপ এগিয়ে নিল। আগামীতেও এই প্রক্রিয়া অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে অ্যাপটি সম্পর্কে পরিচিতিমূলক বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাপ উদ্ভাবনকারী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আজমল হোসেন পলাশ ও সোহেল সারোয়ার।
RU Contacts নামের এই অ্যাপটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জনসংযোগ দপ্তরের (Public Relations) পেইজ-এর ডাউনলোড মেনু থেকে ডাউনলোড করে স্মার্টফোনে ইনস্টল করা যাবে। এই অ্যাপে প্রশাসনিক অফিস, বিভাগ, অনুষদ অফিস, আবাসিক হল, স্কুল, জরুরি পরিষেবা ইত্যাদি শ্রেণিতে বিভিন্ন তথ্য পাওয়া যাবে। তা ছাড়া সার্চ অপশনে নির্দিষ্ট নাম, পদ, অফিস খুঁজে পাওয়া যাবে। কোনো নির্দিষ্ট ভুক্তি অ্যাপের ‘ফেভারিটস’ অপশনে তালিকাভুক্ত করে রাখা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।