৩০ মাস ধরে আটকে আছে ফল, শিক্ষার্থীদের তালা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ৩০ মাস ধরে আটকে থাকা ফলাফলের জন্য অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ মঙ্গলবার শ্রেণিকক্ষে তালা দিয়ে তার সামনে এই কর্মসূচি পালন করেন।
ঘণ্টাব্যাপী আন্দোলন শেষে নৃ-বিজ্ঞান বিভাগের প্রধান এ কে এম মাজহারুল ইসলাম এ মাসের ২৫ তারিখে ফলাফল দেওয়ার ঘোষণা দিলে আপাতত আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। তবে নির্ধারিত তারিখে ফল ঘোষণা না হলে আরো কঠোর আন্দোলনে নামবেন বলে হুমকি দেন শিক্ষার্থীরা।
এদিকে এই সমস্যার জন্য শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই দায়ভার নিতে হবে উল্লেখ করে নৃ-বিজ্ঞান বিভাগের প্রধান এ কে এম মাজহারুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক সমস্যা ও বিভিন্ন অকেশনে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ৩০ মাসের মতো দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। সবাই মিলে কাজ করলে এবং পরীক্ষা কমিটি আরো আন্তরিক হলে এ সমস্যার সমাধান সম্ভব।’
মাজহারুল ইসলাম আরো বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়গুলোতে ড্রপ রয়েছে। বিশ্ববিদ্যালয় কাঠামো মোতাবেক প্রথম ও দ্বিতীয় বর্ষের সব বিষয় শেষ না করে তৃতীয় বর্ষে উঠতে পারবে না। তারপরও তারা বিভাগীয় প্রধান ও শিক্ষকদের অনুনয়-বিনয় করে তৃতীয় বর্ষে প্রমোশন নেয়। পরে তাদের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারে গিয়ে সব ড্রপ বিষয়ে পরীক্ষা দিতে হয়। এতে জটিলতা সৃষ্টি হয়।’ এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।