বৈশাখী ভাতা চান বেসরকারি শিক্ষকরাও
সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষক-কর্মচারীদেরও বৈশাখী ভাতা দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট।
আজ মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অবস্থান ধর্মঘট কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের নেতারা বলেন, দেশের স্বাধীনতা অর্জনে শিক্ষক-কর্মচারীদের অবদান রয়েছে সবচেয়ে বেশি। এতে বেসরকারি শিক্ষক-কর্মকর্তারাও অবদান রেখেছেন। তাই তাঁদের বাদ দিয়ে পয়লা বৈশাখের মতো একটা উৎসব কীভাবে পালন করেন?
সভাপতির বক্তব্যে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ কাজী ফারুখ আহমেদ বলেন, শিক্ষকদের আর্থিকভাবে বঞ্চিত ও সামাজিকভাবে অমর্যাদা করে শিক্ষার উন্নয়ন ও এসডিজি ৪ বাস্তবায়ন কোনোটাই সম্ভব নয়। বেসরকারি শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সরকারি শিক্ষকদের মতোই। তাঁরা একই জাতীয় বেতন স্কেলভুক্ত, কিন্তু বৈশাখী ভাতায় বৈষম্য কেন।
এ সময় পরীক্ষায় অসুদপায় ও পেশাগত অসদাচরণে জড়িত শিক্ষক নামধারী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ফারুখ আহমেদ।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এ এম সাত্তার, বেসরকারি কলেজ সমিতির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, শিক্ষক সমিতির মহাসচিব মহসিন রেজা, বাংলাদেশ সংযুক্ত শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুল আলম তালুকদার ও শিক্ষা কর্মচারী ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।