পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করায় ছাত্রলীগ নেতা আটক
পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক কাজী আমিনুল ইসলাম লিংকনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ছাত্রলীগ নেতা লিংকন বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় তাঁর বান্ধবীর সঙ্গে বসে গল্প করেছিলেন। একপর্যায়ে দুজনে তর্কে জড়িয়ে পড়েন।
তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখে সেখানে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য এগিয়ে যান। এ সময় ছাত্রলীগ নেতা লিংকন পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এ ঘটনায় লিংকনকে আটক করেন পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব বলেন, ‘আটকের বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’
মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এনটিভি অনলাইনকে বলেন, ‘পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করায় ক্যাম্পাস থেকে একজনকে আটক করে থানায় রাখা হয়েছে।’