ছাত্রলীগ নেতার মোটরসাইকেল ছিনতাই, এরপর...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের সভাপতির মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ এনে ক্যাম্পাসে চারটি অটোরিকশা ভাঙচুর করেছেন নেতাকর্মীরা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। একই সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়স বাড়ানোর চেষ্টার প্রতিবাদ জানান।
ছাত্রলীগের নেতা ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রিপন শেখ ও সদস্য মাহবুব খান সংগঠনের সভাপতি মোরশেদুজ্জামান খান বাবুর মোটরসাইকেল নিয়ে আজ সোমবার ভোররাতে সেহরি খেতে ক্যাম্পাসের শেষ মোড় এলাকায় যান। সেখানে তাঁদের অস্ত্র দেখিয়ে মাইনুদ্দিন সোহাগ ও ইব্রাহীম নামের দুজন মোটরসাইকেল ছিনতাই করেন।
এই ঘটনা জানতে পেরে মোটরসাইকেল ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রলীগের নেতাকর্মীরা আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারটি অটোরিকশা ভাঙচুর করেন। পরে বেলা ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এ সময় প্রশাসনিক ভবনে উপাচার্যের সভাকক্ষে সিন্ডিকেট সভা চলছিল। ছাত্রলীগের নেতারা জানতে পারেন, ওই সভায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর চাকরির বয়স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ছাত্রলীগের নেতাকর্মীরা তখন ওই উদ্যোগের প্রতিবাদ জানাতে থাকেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের দাবি মানার আশ্বাস দিলে বেলা ৩টায় তালা খুলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছিনতাই হওয়া মোটরসাইকেল পাওয়া গেছে জানিয়ে বাকৃবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দিন হাওলাদার এনটিভি অনলাইনকে বলেন, সোহাগ নামের একজন ছাত্রলীগ নেতার মোটরসাইকেল চাবিসহ আজ সকালে নিরাপত্তা প্রহরীদের কাছে ফেরত দেয়। তাঁর কাছে ওই চাবি আসে বেলা ১১টায়। এরপর তিনি ওই দুপুর ১টার দিকে প্রক্টর অধ্যাপক জাকির হোসেনের কাছে বুঝিয়ে দেন। মোটরসাইকেল ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজন কর্মকর্তা জানান, প্রতিবছরের জুন মাসের শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষ কর্মকর্তা-কর্মচারীদের বয়স কিছুটা বাড়ানো হয়। তারই ধারাবাহিকতায় এবারও বয়স বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এ কারণে সরকারের অর্থ অপচয় হবে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোরশেদুজ্জামান খান বাবু। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘কোনো একটা চক্র টাকা-পয়সা লেনদেনের মাধ্যমে এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তা বাড়ানোর জন্য ষড়যন্ত্র করছে। তাঁরা একেকজনের চাকরির মেয়াদ তিন মাস, ছয় মাস সময় বাড়ানোর ষড়যন্ত্র করছে যাতে এই কর্মকর্তা-কর্মচারীরা নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হতে পারেন। প্রতিটি কর্মকর্তা-কর্মচারী তখন অবসর নেওয়ার পর ১০ থেকে ১৫ লাখ টাকা বেশি পেনশন পাবেন। এ কারণে অন্যায়ভাবে চাকরির বয়স যাতে না বাড়ানো হয়, অতিরিক্ত পেনশন যাতে দেওয়া না হয়, বিশ্ববিদ্যালয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য সিন্ডিকেট সদস্যদের কাছে আমাদের দাবি। সেই সঙ্গে মোটরসাইকেল ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।’
চাকরির বয়স বাড়ানোর ব্যাপারে জানতে চাইলে বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী আজ সোমবার বিকেলে এনটিভি অনলাইনকে বলেন, ‘বয়স বাড়ানোর বিষয়টি নিয়ে সিন্ডিকেট সভায় আলোচনা হয়েছে। তবে সেটি অনুমোদিত হয়েছে কি না তা পরে জানাতে পারব।’
সিন্ডিকেটে বাজেট পাস : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩০৬তম অধিবেশন আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ অর্থবছরের ১৭০ কোটি পাঁচ লাখ টাকার বাজেট সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত হয়। সিন্ডিকেট সভায় দেশের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবরের সভাপতিত্বে বেলা ১১টায় সিন্ডিকেট অধিবেশন শুরু হয়। সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুর রশীদ, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইদ্রিস মিয়া, পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. শামসুল আলম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. মতিউর রহমান, বাকৃবির মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক মো. মনসুরুল আমীন, সাবেক সংসদ সদস্য কে এম খালিদ এবং সিন্ডিকেট সচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল খালেক।