রাবিতে শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রলীগের তহবিল গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল শাখা ছাত্রলীগ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সাধারণ শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীদের কল্যাণে তহবিল গঠন করেছে। আজ শনিবার এক জরুরি সাধারণ সভায় হলের সভাপতি মিজানুর ইসলাম এবং সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের নেতৃত্বে এ তহবিল গঠন করা হয়।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন হলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান। তিনি বলেন, ‘প্রত্যেক নেতা-কর্মীর কাছ থেকে প্রতিদিন এক টাকা হিসাবে মাসিক ৩০ টাকা ফি ধার্য করা হয়েছে। ওই তহবিলের টাকা হলের নেতাকর্মী কেউ অসুস্থ হলে তাঁর চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। আর্থিকভাবে সমস্যায় পড়লে তহবিল থেকে সদস্যদের সাহায্য করা হবে। জাতীয় দিবসসহ বিভিন্ন দিবসগুলোতে তহবিলের টাকা খরচ করা হবে। এ ছাড়া সামাজিক ও সাংগঠনিক বিভিন্ন আচার-অনুষ্ঠানে এই টাকা ব্যবহার করা হবে।’
এই বিষয়ে হলের সভাপতি মিজানুল ইসলাম বলেন, ‘হলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, সাধারণ শিক্ষার্থীদের সাহায্য করতে হল শাখা ছাত্রলীগের অভ্যন্তরীণ সিদ্ধান্ত অনুযায়ী আমরা হলের প্রত্যেক নেতাকর্মী প্রতিদিন এক টাকা হিসাবে মাসিক ৩০ টাকা ফি ধার্য করে তহবিল গঠন করেছি। এখানে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া হবে না। শুধু ছাত্রলীগের নেতাকর্মীরা এই ফি দেবেন। হল শাখা ছাত্রলীগের সহায়তার উদ্দেশ্যে এবং সাংগঠনিক ও সামাজিক আচার-অনুষ্ঠানে এই তহবিলের টাকা ব্যবহার করা হবে।’
ওই তহবিল পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সম্পূর্ণ তত্ত্বাবধান করবেন হলের সভাপতি ও সাধারণ সম্পাদক।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক কাজের অংশ হিসেবে ২৬ মার্চ উপলক্ষে ২৩-২৫ তারিখ তিনদিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এবং দীর্ঘদিন হলের জিমনেশিয়াম বন্ধ থাকলে ছাত্রলীগের পক্ষ থেকে এ বছরের ৬ মে চালু করা হয়।