ঢাবির পাঁচ ছাত্র সাময়িক বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের শ্রেণিকক্ষ ও শিক্ষকদের বিভিন্ন কক্ষে গিয়ে নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের প্রচারপত্র ও সিডি বিতরণ করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বিষয়টি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কৃত হয়েছেন সূর্য সেন হলের নূরে আলম মো. সিহাব উদ্দিন (এমবিএ, ম্যানেজমেন্ট), বিজয় একাত্তর হলের মো. সাইদি হাসান সজীব (এমবিএ, ম্যানেজমেন্ট), তারিকুল ইসলাম (এমবিএ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস), নকীব ফারহান (বিবিএ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস) ও মো. আলমগীর হোসেন (বিবিএ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস)।
প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রচারপত্র বিতরণের দৃশ্যটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একজন ছাত্র কর্তৃক এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এ জন্য প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী ওই পাঁচ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।’
প্রক্টর আমজাদ আলী বলেন, ‘সাময়িক বহিষ্কতদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে জন্য কারণ দর্শানোর নোটিশ জানানো হয়েছে। যদি তারা ঠিকভাবে কারণ দেখাতে না পারে, তবে তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হবে।’