ঢাবি সাংবাদিক সমিতি থেকে সংগ্রাম প্রতিনিধির সদস্যপদ বাতিল
জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. হাসানের সদস্য পদ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। আগামী ৮ জুলাই সাংবাদিক সমিতির নির্বাচন উপলক্ষে শুক্রবার রাতে সমিতির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত পাস হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ঢাবিসাস) নির্বাচন নিয়ে সভায় আলোচনার একপর্যায়ে সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধির সদস্যপদ বাতিলের বিষয়টি সাধারণ সভায় তোলেন। সমিতির সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক সানাউল হক সানী এই বিষয় ভোটের মাধ্যমে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেন। এরপর সংগ্রাম প্রতিনিধির সদস্যপদ বহাল রাখার পক্ষে কেউ ভোট না দিলে এ তাঁর সদস্যপদ বাতিলের সিদ্ধান্তটি পাস হয়।
এর আগে সমিতির তিন নির্বাচন কমিশনার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি বোরহানুল হক সম্রাট এবং ঢাবিসাসের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম দৈনিক সংগ্রাম পত্রিকাকে ঢাবিসাসের সদস্যপদ বাতিলের সুপারিশ করেন।
সমিতির সাধারণ সম্পাদক সানাউল হক সানী বলেন, ‘সমগ্র বাঙালি জাতিই আজ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ঐক্যবদ্ধ। তা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তবুদ্ধির চর্চা কেন্দ্র এবং প্রগতিশীলতার ধারক ও বাহক। তাই ঢাবিসাসে সংগ্রাম পত্রিকার প্রতিনিধির সদস্যপদ থাকার বিষয়টি অসম্মানজনক বলে আমি মনে করি।’