জাবিতে শুরু হচ্ছে ‘জাতীয় শিশু নির্যাতনবিরোধী বিতর্ক’
‘দ্রোহের শিখায় গড়ে তুলি প্রতিরোধের প্রাচীর’ স্লোগানকে প্রতিপাদ্য ধরে আজ বৃহস্পতিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হচ্ছে ‘জাতীয় শিশু নির্যাতনবিরোধী বিতর্ক-২০১৫’। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)।
গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাদিকা বিনতে মাজহার। সম্প্রতি বেশ কিছু শিশু নির্যাতনের ঘটনা প্রকাশের পরিপ্রেক্ষিতে এমন শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক সংগঠনের নেতৃস্থানীয়রা।
সংবাদ সম্মেলনে সাদিকা বিনতে মাজহার জানান, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বিকেল সাড়ে ৩টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন। তিনি জানান, প্রতিযোগিতার প্রথম দিন বৃহস্পতিবার থাকছে নবম আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতার বারোয়ারি ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা। দ্বিতীয় দিন শুক্রবার থাকছে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, শিশু নির্যাতনবিরোধী সেমিনার ও আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক।
প্রতিযোগিতার সমাপনী দিন শনিবার রয়েছে র্যালি, নবম আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল, আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ের ফাইনাল বিতর্ক, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
বিতর্ক প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ অংশ নেবে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও ১৬টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেবেন। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করছে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ, সহসভাপতি ইশরাত শারমিন, সাধারণ সম্পাদক শেখ রাহাত রহমান প্রমুখ।