এবার আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে ঢাবি শিক্ষকদের সমর্থন
এবার সরাসরি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে গিয়ে এর প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
আজ বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে শিক্ষক সমিতির একটি দল একাত্মতা প্রকাশ করে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘আমরা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সমর্থন ব্যক্ত করছি। কোনো উসকানিতে যেন তোমাদের ন্যায্য দাবি না হারিয়ে যায়। সে আহ্বান জানাই।’
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে শিক্ষক সমিতির সভাপতি বলেন, ‘ক্যাম্পাসে কোনো ঝামেলা হলে সেটা আমরা শিক্ষক-ছাত্ররা দেখব। পুলিশ যেন হামলা না করে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান সমর্থন ব্যক্ত করেছেন এবং সরকারের উচ্চপর্যায়ে এ নিয়ে কথা বলেছেন বলে শিক্ষক সমিতির এই নেতা জানান। এ সময় তিনি আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অধ্যাপক কবি মোহাম্মদ সামাদ প্রমুখ।