কোটা পদ্ধতি বাতিল ঘোষণায় রাবিতে আনন্দ মিছিল
কোটা পদ্ধতি বাতিলের বিষয়ে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এ ছাড়া ঘোষণাটি প্রজ্ঞাপন আকারে জারি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেয় তারা।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা আনন্দ মিছিলটি বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ করে। এ সময় আনন্দ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ দেয়।
সমাবেশে আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রধানমন্ত্রীর ঘোষণাটি অবিলম্বে প্রজ্ঞাপন আকারে জারি করার দাবি জানাচ্ছি। প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করছি। এর মধ্যে আমরা আন্দোলনে নামব না। যদি কেউ আবার আন্দোলন শুরু করে তাহলে আহ্বায়ক কমিটি এর দায়ভার নিবে না।’
এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কোটা বাতিলের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের আমতলা চত্বরে তাদের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ করে।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘বাংলাদেশের জন্য যা কিছু কল্যাণকর তার সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন। তিনি দেশের মানুষের প্রয়োজন বোঝেন। তা পূরণে সবসময় সচেষ্ট থাকেন। কোটা বাতিলে সিদ্ধান্ত নেওয়ায় ছাত্রলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’
ফয়সাল আহমেদ রুনু আরো বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের গতিপথ পরিবর্তন করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে স্বাধীনতাবিরোধী অপশক্তি ষড়যন্ত্র করেছে। আন্দোলনকে নস্যাৎ করার জন্য এ অপশক্তি সরকারবিরোধী আন্দোলনে নেওয়ার চেষ্টা করেছে।’