ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুটি পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত শিক্ষার্থীদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মেজবাহ, শিহাব, মাসুদ, আবদুল আলীম, সোহেল খন্দকার, মোহাম্মদ আলী ও মোহাম্মদ আবদুল আলিম। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আলিফ ও সাধারণ সম্পাদক রেজাই এলাহীর পক্ষের নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। ক্যাম্পাসের নবীর চায়ের দোকানের সামনে উভয় গ্রুপের নেতা-কর্মীদের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আলিফ দাবি করেন, সংঘর্ষের সময় তাঁর পক্ষের কর্মী মেজবাহ ও শিহাব গুলিবিদ্ধ হয়।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাই এলাহীর দাবি, তাঁর গ্রুপের অন্তত সাত কর্মী আহত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।