জাতীয় বিশ্ববিদ্যালয়
রিলিজ স্লিপে ভর্তির আবেদন ২৩ ফেব্রুয়ারি শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/19/photo-1424350370.jpg)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদন আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে। চলবে আগামী ২ মার্চ পর্যন্ত।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বলে বার্তা সংস্থা বাসস জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব শিক্ষার্থী (ক) মেধাতালিকায় স্থান পায়নি, (খ) মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং (গ) ভর্তি বাতিল করেছে তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট www.nu.edu.bd/admissions লিংকে পাওয়া যাবে।