সন্ধ্যার পর সোহরাওয়ার্দীতে ‘না’
সাম্প্রতিক সময়ে সংঘটিত ছিনতাইসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সন্ধ্যার পর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ না করতে শিক্ষার্থীদের সতর্ক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য হলে হলে সতর্কীকরণ নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ আলী এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কিছু অভিযোগ পাওয়ার পরই আমরা এই নোটিশ দিয়েছি।’
প্রক্টর স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সন্ধ্যা ৬টার পর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে কেউ অবস্থান করলে ও কোনো ধরনের সমস্যার মধ্যে পড়লে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো দায়দায়িত্ব গ্রহণ করবে না।’
এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে বহিরাগতদের অবস্থান ঠেকাতে এবং যে কোনো ধরনের ‘অনাকাঙ্ক্ষিত’ পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত প্রক্টর। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এলাকা ঢাকা শহরের অন্যান্য স্থানের তুলনায় অনেক বেশি নিরাপদ। বসে কথা বলার মতো উপযুক্ত স্থান। তাই অনেকে এখানে আসে একটু সময় কাটানোর জন্য।
‘কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আমরা মোবাইল টিম বাড়িয়ে দিয়েছি। আর সন্ধ্যার পর আমি নিজেও এসব বিষয় বন্ধ করার জন্য চেষ্টা করি।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারী-শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান ভারপ্রাপ্ত প্রক্টর।
এদিকে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম এনটিভি অনলাইনকে বলেন, এক সপ্তাহ আগে সোহরাওয়ার্দী উদ্যানে একজনকে আটকে রেখে একটি চক্র তাঁর এটিএম কার্ড ব্যবহার করে ৫০ হাজার টাকা তুলে নেয়। ভুক্তভোগী ব্যক্তি এ ব্যাপারে থানায় মামলা করেন।
এ ঘটনার পর পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে সবাইকে সোহরাওয়ার্দী থেকে বের করে দিচ্ছে এবং সেখানে প্রবেশের সবগুলো গেট বন্ধ করে দিয়ে একজন করে নিরাপত্তাকর্মী বসানো হয়েছে বলেও জানান এসআই আবুল কালাম।