রাবিতে গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি শুরু ১৬ মে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি আগামী ১৬ মে শুরু হবে। ছুটি চলবে ২১ জুন পর্যন্ত। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক প্রভাষ কুমার জানান, রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৬ মে থেকে আগামী ২১ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২০ থেকে ২৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো বন্ধ থাকবে। আর বাকি দিনগুলোতে অফিসগুলো খোলা থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক রুবাইয়াত ইয়াসমিন বলেন, ‘আবাসিক হলগুলো আপাতত বন্ধ না হওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেওয়া হবে।’