কাজের স্বীকৃতি পেলেন রাবির মালিরা
কর্মদক্ষতার পুরস্কার পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বাগানে কর্মরত মালিরা। কাজে উৎসাহিত করার লক্ষেই বিভিন্ন ক্যাটাগরিতে তাঁদের পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান মালিদের হাতে এই পুরস্কার তুলে দেন।
উপাচার্য আব্দুস সোবহান বলেন, ‘সব ভালো কাজেরই উৎসাহ দরকার। মূল্যায়ন করলে মানুষ ভালো কাজের প্রতি আরো উৎসাহী হয়। আমরা চাই প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকেই ভালো কাজের জন্য পুরস্কৃত করতে। এজন্য যে যার দায়িত্ব যথাযথভাবে পালন করুন।’
প্রশাসন ভবন ক্যাটাগরিতে প্রথমস্থান অধিকার করেছেন উপ-উপাচার্য বাসভবনের ফুলবাগানের মালি আলমগীর হোসেন ও তাঁর দল। দ্বিতীয় স্থান অধিকার করেছেন উপাচার্য বাসভবনের ফুলবাগানের মালি মতি বিশ্বাস ও তাঁর দল।
হল/ইনস্টিটিউট ক্যাটাগরিতে প্রথম হয়েছেন আমীর আলী হলের ফুলবাগানের মালি আলম ও তাঁর দল এবং দ্বিতীয় হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী হলের ফুলবাগানের মালি জাবিদ হোসেন ও তাঁর দল।
তবে কোনো একাডেমিক ভবনের ফুলবাগানই ৩০-এর মধ্যে কমপক্ষে ১৫ স্কোর না পাওয়ায় এই ক্যাটাগরিতে কোনো পুরস্কার দেওয়া হয়নি।
রাবির উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবির কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার প্রমুখ।