জাবির সাত ছাত্রলীগকর্মীকে কারণ দর্শানো নোটিশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এক ছাত্রকে মারধর করে কানের পর্দা ফাটানোর ঘটনায় সাত ছাত্রলীগকর্মীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনদিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে তাঁদের।
নোটিশ পাওয়া ছাত্ররা হলেন ফিরোজ মাহমুদ (দর্শন), জামিনুর রহমান জামি (নৃ-বিজ্ঞান), হাবিবুর রহমান লিটন (দর্শন), ওয়াদুদ হাসান মিঠু (গণিত), ইফরান হাসান শোভন (গণিত) ও সৌরভ বসু (নগর ও অঞ্চল পরিকল্পনা) ও শুভ (সরকার ও রাজনীতি)। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪৩তম ব্যাচের আবাসিক শিক্ষার্থী।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘শারীরিক ও মানসিক লাঞ্ছনার শিকার ওই শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত সাতজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
২৩ আগস্ট মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মোবাইল চুরির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী মো. আরাফাতকে থাপড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেন ছাত্রলীগকর্মীরা। এ ঘটনার বিচার চেয়ে রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ওই শিক্ষার্থী। এ নিয়ে এনটিভি অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে।