জাবিতে শিক্ষক সমিতির কর্মবিরতি চলছে
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলন সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যকে অবমাননাকর দাবি করে শিক্ষক সমিতির কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। দুই দিনের কর্মবিরতির শেষ দিন আজ বৃহস্পতিবার।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুব কম। সকাল থেকে কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। যেসব কর্মকর্তা-কর্মচারী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন, তাঁদের অলস সময় পার করতে দেখা গেছে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মাফরুহী ছাত্তার সাংবাদিকদের জানান, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একটি বৈঠক হবে। বৈঠক শেষে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান আন্দোলনকে কটাক্ষ করে অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছি আমরা। অবমাননাকর এই বক্তব্য প্রত্যাহার না করলে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের জন্যও সরকারকে আহ্বান জানিয়েছি।’
স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে শিক্ষকদের কর্মবিরতির কর্মসূচির মধ্যেই গত মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের কাছে মন্তব্য করে বলেন, ‘দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে আন্দোলন করছে। এই কর্মবিরতির কোনো জাস্টিফিকেশন (বৈধতা) নেই। তারা জানেই না পে-স্কেলে তাদের জন্য কী আছে, কী নেই।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ‘ইচ্ছামতো’ পদোন্নতি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।