অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ, জাবিতে চলছে কর্মবিরতি
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলন সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যকে অবমাননাকর দাবি করে দুদিনের কর্মবিরতি শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।
urgentPhoto
আজ বুধবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন কাঠামোকে মর্যাদাহানিকর বলে দাবি করেছেন শিক্ষকরা।
কর্মবিরতির ফলে সকাল থেকে কোনো বিভাগের ক্লাস-পরীক্ষা হয়নি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় কর্মবিরতির সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান আন্দোলনকে কটাক্ষ করে অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছি আমরা। অবমাননাকর এই বক্তব্য প্রত্যাহার না করলে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের জন্যও সরকারকে আহ্বান জানিয়েছি।’
এর আগে গতকাল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে কর্মবিরতি পালন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে এ কর্মবিরতি পালন করা হয়।
ওই সময় জাবি শিক্ষকরা সদ্য ঘোষিত অষ্টম বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে এবং স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণার দাবিতে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কাছে আহ্বান জানান। এ ছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের দেওয়া কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় জাবির পুরাতন কলাভবনের সামনে থেকে মৌন মিছিল বের করেন তাঁরা। মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।