জাবির ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর থেকে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে, যা চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী জানান, এ শিক্ষাবর্ষে শুধু কলা ও মানবিকী অনুষদে বিষয়ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্য বিভাগগুলোর ক্ষেত্রে ইউনিটভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (juniv.edu) এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে।