ইবির ভর্তিযুদ্ধে প্রতি আসনে ২১ শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিপরীক্ষায় প্রতি আসনের বিপরীতে গড়ে ২১ জন শিক্ষার্থীকে লড়াই করতে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফের কাছ থেকে এ তথ্য জানা যায়।
গত মাসের ১৫ সেপ্টেম্বর থেকে চলতি মাসের ১২ অক্টোবর পর্যন্ত ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার জন্য ইবিতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ করা হয়।
রেজিস্ট্রারের কার্যালয় জানায়, এ বছর বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগের অধীনে দুই হাজার ২৭৫ আসনের বিপরীতে মোট ৪৮ হাজার ৭১৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে এক হাজার ৯৯৬ জন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে একুশ হাজার ২০৮ জন, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে সাত হাজার ১৪৭ জন ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ১৮ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসাব অনুসারে, প্রতি আসনের বিপরীতে অবতীর্ণ হবেন ২১ জন করে শিক্ষার্থী।
এ বছর ‘ডি’ ইউনিটে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানায় রেজিস্ট্রার কার্যালয়। ওই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৩ শিক্ষার্থী।
রেজিস্ট্রারের কার্যালয় আরো জানায়, এবারই প্রথম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনী পদ্ধতির সঙ্গে লিখিত পরীক্ষা (এক কথায় উত্তর) নেওয়া হবে। সর্বমোট ১২০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মাঝে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর করে মোট ৪০ নম্বর। বাকি ৮০ নম্বরের মধ্যে বহুনির্বাচনী পরীক্ষায় ৬০ ও লিখিত পরীক্ষায় ২০ নম্বর থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।
আগামী ৪ থেকে ৭ নভেম্বর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।