প্রক্টরের সামনে অসুস্থ হয়ে পড়লেন অনশনরত আখতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঘ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে অনশনরত আইন বিভাগের ছাত্র আখতার হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীর সামনেই অসুস্থ হয়ে পড়েন।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আখতারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে আছেন আইন অনুষদের ডিন অধ্যাপক রহমত উল্লাহ, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
ঘ ইউনিটে পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁসের ঘটনায় পরীক্ষা বাতিলের দাবিতে গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন শুরু করেন আখতার হোসেন। তিনি বিশ্ববিদ্যোলয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
আজ দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রলীগের নেতাসহ রাজু ভাস্কর্যের সামনে আসেন প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী। এই সময় তিনি আখতারকে বোঝাতে থাকেন। আখতার পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়ে প্রক্টরের কাছে জানতে চান। এ সময় তিনি হাত-পা ছুড়তে থাকলে সবাই তাঁকে ধরে রিকশায় তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যান।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, আমরা গিয়েছিলাম। প্রশ্ন ফাঁসের বিষয়টি আমরা পর্যালোচনা করছি বলে আখতার হোসেনকে বুঝিয়েছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশের বাইরে আছেন। সেই সময় পর্যন্ত তাঁকে অপেক্ষা করতে বলেছি। আখতার অসুস্থ বোধ করছিলেন বলে আমরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছি। তিনি এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।