ছুটিতে রাবি ক্যাম্পাসে ঢুকতে পারছে না শিক্ষার্থীরা
নিরাপত্তার স্বার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যায়ের কাজলা গেটে এ চিত্র দেখা যায়।
সরেজমিনে সাধারণ শিক্ষার্থী হিসেবে এ সংবাদদাতা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে কাজলা গেটে কর্তব্যরত কয়েকজন পুলিশ কর্মকর্তা ও গেটম্যান তাঁকে বাধা দেন। তাঁরা বলেন, ‘ক্যাম্পাস ছুটি চলছে। তাই আমরা কোনো সাধারণ শিক্ষার্থীকে ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছি না। তাই আপনাকেও ঢুকতে দেওয়া হবে না। তবে বিশেষ প্রয়োজন হলে আমরা বিবেচনা করে দেখি।’
এ সময় কাজলা গেটে কর্তব্যরত ওই কজন পুলিশ কর্মকর্তা ও গেটম্যান আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি চলছে। এ সময় ছিনতাইসহ যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই ছুটি চলার সময় সাধারণ শিক্ষার্থীসহ বাইরের কাউকে ঢুকতে না দেওয়ার নির্দেশ আছে। তাই আমরা কোনো সাধারণ শিক্ষার্থীকে ঢুকতে দিচ্ছি না।
তবে প্রক্টর অধ্যাপক মো. তারিকুল হাসান এনটিভি অনলাইনকে বলেন, সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার মতো কোনো নির্দেশ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়া হয়নি।