পিস্তল-রামদাধারী ছিনতাইকারীদের শিকার ঢাবি ছাত্র
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন আব্দুল্লাহ আল ফয়সাল নামের এক শিক্ষার্থী। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে পিস্তল ও রামদা নিয়ে তাঁর ওপর আক্রমণ চালায় ছিনতাইকারীরা।
ফয়সাল জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র। থাকেন ফজলুল হক মুসলিম হলে।
ফয়সাল বলেন, ‘ঢাবির ডিবেটিং সোসাইটিতে প্রয়োজনীয় কাজ সেরে রাত ২টা ৩৫ মিনিটের দিকে আমি রিকশায় করে একাই হলে যাচ্ছিলাম। বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় হঠাৎ রিকশার সামনে একটা সাদা রঙের প্রাইভেট কার এসে আমাকে ঘিরে ধরে। ঘটনা বুঝতে পেরে আমি রিকশা থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করি। এরপর ছিনতাইকারীরা পিছন থেকে গুলি করার কথা বললে, ভয়ে আমি রাস্তায় পড়ে যাই। এ সময় ছিনতাইকারীরা পিস্তল ও রামদা নিয়ে আমাকে ঘিরে ধরে। মোবাইল, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়। প্রাইভেটকারের নম্বর প্লেটের ওপর কাপড় দেওয়া থাকায় আমি তা শনাক্ত করতে পারিনি।’
এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করবেন বলে জানান ফয়সাল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ছিনতাইয়ের কিছু ঘটনা নিয়মিত ঘটছে। বিষয়টি দুঃখজনক। ওই শিক্ষার্থীকে আমার সাথে কথা বলতে বলেন। আমি প্রক্টরিয়াল টিমকে অবহিত করছি। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
এর আগেও বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, ঢাবি শিক্ষক ক্লাব, পলাশী, ফুলার মোড় ও জগন্নাথ হল এলাকায় বিভিন্ন সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে।