রাবিতে ছাত্রদল কর্মীকে ছাত্রলীগের মারধর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রদল কর্মীকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ৩৫-৪০ জন শিক্ষার্থী শহীদ মিনার প্রাঙ্গণে টিউশনি বিষয়ে আলোচনা করছিলেন। ছাত্রদলের নেতাকর্মীরা মিটিং করছেন এমন তথ্য পেয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে মাজহারুলকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে ছাত্রলীগ নেতা-কর্মীরা মাজহারুলকে মারধর করেন।
মাজহারুল বলেন, ‘আমরা টিউশনির লিফলেট বিতরণের জন্য শহীদ মিনার চত্বরে বসেছিলাম। পরে ছাত্রলীগের নেতারা এসে আমাদের বাধা দেন।’
মারধরের বিষয়ে মাজহারুলকে জিজ্ঞাসা করলে তাঁকে কোনো মারধর করা হয়নি বলে জানান। তবে তাঁর মুখে ও ঠোটে আঘাতের চিহ্ন দেখা গেছে এবং তাঁকে মারধর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা সূত্রেও জানা গেছে।
জানতে চাইলে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘আমরা জানতে পেরেছি ক্যাম্পাসে নাশকতা সৃষ্টির লক্ষে তারা এখানে ছাত্রদলের প্রোগ্রাম করছিল। তাই আমরা একজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছি। মারধর করিনি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।