নারী কেলেঙ্কারির অভিযোগে ইবি কর্মকর্তা বরখাস্ত
নারী কেলেঙ্কারির অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। ওই কর্মকর্তা হলেন অর্থ ও হিসাব শাখার উপ-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম।
গতকাল সোমবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী ওই কর্মকর্তাকে বরখাস্ত করেন বলে জানা গেছে।
উপাচার্যের কার্যালয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ রেস্টহাউসে এক নারীকে স্ত্রী পরিচয়ে রাত্রি যাপন করেন। ওই নারী তাঁর স্ত্রী ছিলেন না বলে পরে অভিযোগ ওঠে। বিষয়টি আমলে নিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায় প্রশাসন। সোমবার ওই কর্মকর্তাকে বরখাস্ত করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিতে মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমানকে আহ্বায়ক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া, ভারপ্রাপ্ত প্রক্টর ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আনিছুর রহমানকে সদস্য এবং কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহাকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে যত দ্রুত সম্ভব উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, বর্তমান প্রশাসন মাদক, সন্ত্রাস, দুর্নীতি এবং যেকোনো ধরনের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার। একজন কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করেছি। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।