রাবিতে সহিংসতাবিরোধী যুব পদযাত্রা
আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সহিংসতাবিরোধী যুব পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু) যৌথভাবে বৃহস্পতিবার দুপুরে ‘সহিংসতা রুখবো শান্তির দেশ গড়বো’ স্লোগানকে সামনে রেখে এ পদযাত্রা করে।
যুব পদযাত্রার আগে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে রুরুর কার্যালয়ে সহিংসতাবিরোধী ও শান্তির পক্ষে এক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রুরুর সভাপতি শামীম রাহমান বলেন, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিনে বিশ্বজুড়ে এই অহিংস দিবসটি পালন করা হয়ে থাকে। বাংলাদেশের মানুষ বরাবরই শান্তিপ্রিয়। সমাজে অশান্তি, সহিংসতা আমাদের কারোই প্রত্যাশা নয়। কিন্তু সম্প্রতি বাংলাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সহিংসতা অনেক বেড়ে গেছে। এসব সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই এ ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিকভাবে দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন রুরুর সহসভাপতি আবু উবায়দা, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ কায়কোবাদ খান, রাবি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ফাহিম প্রমুখ।