সরকারি বিজ্ঞান কলেজে সাহিত্য-সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য বিষয়ে অনুরাগ, সংস্কৃতি বিষয়ে আগ্রহ ও খেলাধুলার মাধ্যমে শরীর গঠনের লক্ষে আজ রোববার সরকারি বিজ্ঞান কলেজে শুরু হয়েছে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ এবং ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫।
প্রতি বছরের মতো এ বছরও প্রথমে পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করে এর উদ্ধোধন করেন কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ উম্মে হাবিবাসহ অন্য শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। সাংস্কৃতিক সপ্তাহে গান, আবৃত্তি, বিতর্ক, উপস্থিত বক্তৃতা ও নির্ধারিত বক্তৃতায় অংশ নেবেন শিক্ষার্থীরা। অন্যদিকে ক্রীড়া প্রতিযোগিতায় রাখা হয়েছে দাবা, কেরাম (একক ও দ্বৈত), টেবিল টেনিস ও ভলিবলের মতো ইনডোর ও আউটডোর স্পোর্টস।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা লেখাপড়ার বাইরে বিভিন্ন বিষয়ে নিজেদের পারদর্শী করে তুলতে পারে বলে মনে করেন কলেজের শিক্ষকরা। শিক্ষার্থীরাও বিপুল উৎসাহে সপ্তাহব্যাপী এই কর্মকাণ্ডে অংশ নেবেন।